আবারও এক হলো নর্থ বেঙ্গল ফাউন্ডেশন
গেল ৯ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে দু ভাগে বিভক্ত নর্থ বেঙ্গল ফাউন্ডেশনকে এক করার লক্ষ্যে এক ঐক্যবদ্ধ প্রক্রিয়া সভা আয়োজন করা হয়।
সংগঠনের সদস্যরা জানান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন প্রবাসীদের একটি ঐতিহ্যবাহী বৃহৎ সংগঠন। আর্তমানবতার সেবায় প্রবাস ও স্বদেশের মাঝে সেতুবন্ধন তৈরি করেছে সংগঠনটি। কিন্তু মাঝে সংগঠনটির নেতৃত্বের কোন্দল দেখা দিলে তা দু ভাগে বিভক্ত হয়ে পড়ে। ফলে প্রবাসী উত্তরবঙ্গবাসীদের মাঝে উৎকন্ঠা, হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিভাজনে উত্তরবঙ্গ প্রবাসী সমাজ দু ভাগে বিভক্ত দু সংগঠনকে আবারও এক করার উদ্যোগ গ্রহণ করেন যেটি ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন।
সকল মতানৈক্যের অবসান ঘটিয়ে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের একাংশের সভাপতি ডা. মোহাম্মদ আবদুল লতিফ এবং অপর অংশের সভাপতি রাফেল তালুকদার করমর্দণের মাধ্যমে দুই ভাগে বিভক্ত নর্থ বেঙ্গল ফাউন্ডেশনকে আবারও এক হওয়ার ঘোষণা দেন।
এ সময় নর্থ বেঙ্গলের ঐক্য ও সম্প্রীতির বন্ধন অটুট দেখে উপস্থিত প্রবাসী নর্থ বেঙ্গলবাসীরা করতালি দিয়ে আনন্দ প্রকাশ করেন। এই ঐক্যবদ্ধ নর্থ বেঙ্গল ফাউন্ডেশন গর্ব এবং অহংকার।
জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে বিভক্ত নর্থ বেঙ্গল ফাউন্ডেশন করণের সভায় কাঙ্ক্ষিত আবারও এক হওয়ার ঘোষণাকে সকলে স্বাগত জানান।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের বিশিষ্ট সংগঠক আশরাফুজ্জামান আশরাফের পরিচালনায় ঐক্য প্রক্রিয়ার গুরুর্ত্ব তুলে ধরে মতামত জানান ডা. মাসুদুল হাসান, নূর ইসলাম বর্ষন, রুহুল আমিন সরকার, কামরুজ্জামান, জহিরুল ইসলাম টুকু, দবিরুল ইসলাম, আবদুস সালাম, ডা. মোহাম্মদ আবদুল লতিফ, রাফেল তালুকদার, আতোয়ারুল আলম, মোহাম্মদ কাশেম, ফতেহ নূর আলম বাবু, মোজাফ্ফর হোসেন, কামাল পাশা, হেলাল উদ্দিন, রুহুল আমিন, ফাহাদ সোলায়মান, জাহাঙ্গীর আলম, হুমায়ূন কবির প্রমুখ।
সভায় মুক্তমতের ভিত্তিতে মোহাম্মদ কাশেমকে আহ্বায়ক এবং মোজাফ্ফর হোসেনকে সদস্য সচিব করে ২২ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি সাংবিধানিক প্রক্রিয়ায় আগামী ৯০ দিনের মধ্যে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের একটি পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করবে এবং সেই সাথে প্রবাসে অনুষ্ঠিত সকল জাতীয় অনুষ্ঠানাদি পালনে ভূমিকা রাখবে।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ঐক্য প্রক্রিয়ার আনুষ্ঠানিক ঘোষণার তথ্য তুলে ধরতে আলোকে আগামী ১৬ই ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪টায় পালকি পার্টি সেন্টারে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়েছে। ওই সংবাদ সন্মেলনে সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দকে এবং প্রবাসী নর্থ বেঙ্গলবাসীদের আহ্বায়ক মোহাম্মদ কাশেম ও সদস্যসচিব মোজাফ্ফর হোসেন আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি