আবারও নিউ ইয়র্কের ওজনপার্কে ডাকাতি
হামিদুর রহমান আশরাফ নামের একজন নিউ ইয়র্কের বাংলাদেশি অভিবাসী তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ৯ ফেব্রুয়ারি ওজোনপার্কে আরেকজন নিরপরাধ ব্যক্তির উপর হামলা করে গুরুতর আহত করে ডাকাতির ঘটনা ঘটেছে।
স্ট্যাটাসে একজন রক্তাক্ত মানুষের দুটি ছবিতে দেখা যাচ্ছে যেখানে পুলিশ তার রক্তপাত বন্ধ করার চেষ্টা করছে।
হামিদুর রহমান আশরাফ অপরাধীরা দ্রুততম সময়ে গ্রেফতারের আশাবাদ ব্যক্ত করে আহত ব্যক্তির সুস্থতা কামনা করেন।
মি. আশরাফ সকলকে রাস্তায় চলাফেরায় সজাগ দৃষ্টি রাখতে ও সচেতন থাকার অনুরোধ জানান।
ডাকাতির ঘটনা যদি কেউ ভিডিও করে থাকেন তাহলে সে ভিডিও ক্লিপ আইন-শৃংখলা বাহিনীর কাছে দেওয়ারও অনুরোধ জানান তিনি। কমিউনিটির সুবিধার্থে তিনি ইংরেজি ও বাংলায় স্ট্যাটাসটি লেখেন তিনি।
এর আগে নিউ ইয়র্কের সিবিএস টেলিভিশন জানায়, গেল ৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে দক্ষিণ ওজোন পার্কের ১২৫ স্ট্রিট অ্যান্ড লিবার্টি অ্যাভিনিউয়ের কাছে এমন আরেকটি ডাকাতির ঘটনা ঘটে।
সেখানকার সার্ভিলেন্স ভিডিওতে দেখা গেছে ৬-৭ জনের একটি দল একজনকে পেছন থেকে তাড়া করছে। তাদের একজনের হাতে রড জাতীয় কোনও অস্ত্র ছিল।
পুলিশ জানিয়েছে, তারা ২৮ বছরের এক লোককে মারধোর করে এবং তার সেলফোন ও এয়ারপড ছিনিয়ে নেয়।
আক্রান্ত ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় নিউইয়র্ক প্রেসবেটারিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ছবি: হামিদুর রহমান আশরাফের ফেসবুক দেয়াল থেকে।