আবারও বেড়েছে পেঁয়াজের দাম
আবারও বেড়েছে পেঁয়াজের দাম। ১০০ থেকে ১১০ টাকা কেজি দরের দেশি পেঁয়াজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়েছে।
দাম বাড়ানোর পেছনে ব্যবসায়ীদের অজুহাত, কৃষকরা বেশি দামের আশায় মাঠ থেকে আগেভাগে পেঁয়াজ তুলে ফেলায় দেশি মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ কম, তাই দাম বেড়েছে।
পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে রাজধানীর শ্যামবাজারের আমদানিকারক হাজী মাজেদ জানিয়েছেন, দেশি পেঁয়াজের সরবরাহ কমেছে। বৃষ্টির কারণে গত দুদিন কৃষক মাঠ থেকে পেঁয়াজ তুলতে পারেন নি।
অপরদিকে পেঁয়াজের মৌসুম শুরু হওয়ায় আমদানি করা পেঁয়াজের সরবরাহ কমে গেছে, লোকসানের ভয়ে অনেকেই এখন আর পেঁয়াজ আমদানি করছে না। তাই সরবরাহ কমে গিয়ে চাহিদা ও দাম বেড়েছে।
২ জানুয়ারি দেশের আমদানিকারকসহ উৎপাদক ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসেছিলেন বর্তমান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ওই বৈঠকে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে ব্যবসায়ীদের যৌক্তিক মুনাফার পরামর্শ দিয়ে আসন্ন রমজান মাসের চাহিদা মেটাতে ভোজ্যতেল, ছোলা, ডাল, আদা, রসুন, খেজুর ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা, উৎপাদন, আমদানি পর্যালোচনা করে প্রয়োজনীয় মজুত সৃষ্টির কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
ব্যবসায়ীদের তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করার পরামর্শ দিয়ে ন্যায়সঙ্গত মুনাফা করে ব্যবসা করার কথা বলেছিলেন। এক্ষেত্রে সরকার ব্যবসায়ীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
বাণিজ্যমন্ত্রীর এই আহ্বানের পরের দিন শুধু পেঁয়াজই নয়, বাজারে দাম বেড়েছে আদা, রসুন, ভোজ্যতেল ও চিনিসহ সব ধরনের শাকসবজির।