আমিরাত ও ইরানে ভূমিকম্প
সংযুক্ত আরব আমিরাতে ও ইরানের দক্ষিণাঞ্চলে একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
শনিবার (২৫ জুন) সকালে এ ভূমিকম্প আঘাত হানে। খবর রয়টার্সের।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। তবে এতে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটেরোলোজি (এনসিএম) এক টুইট বার্তায় জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ ।
একটি বিবৃতিতে এনসিএম জানায়, এই ভূমিকম্পটি আরব আমিরাতে হালকা অনুভূত হয়েছে।
জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইরানের চরক বন্দর ও কিশ দ্বীপের মাঝামাঝি এলাকা। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২২ দশমিক ৩ কিলোমিটার গভীরে।