আমি ট্রাম্প নামের এক লোককে ভোট দিয়েছি: ট্রাম্প
পাম বিচ কাউন্টিতে শনিবার সামিট বুলোভার্ড লাইব্রেরির ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম ফ্লোরিডায় সশরীরে ভোট দিতে গেলেন কোনও প্রেসিডেন্ট পদপ্রার্থী।
ভোট প্রদান শেষে সহাস্যে তিনি জানান, আমি ট্রাম্প নামের এক লোককে ভোট দিয়েছি।
এরপরপরই তিনি পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এয়ার ফোর্স ওয়ানের একটি বিমানে ফ্লোরিডা ছেড়ে যান। নর্থ ক্যারোলাইনাতে নির্বাচনি জনসভায় যোগ দেবেন ট্রাম্প।
এদিন ডাকযোগে ভোট পাঠানোর বিরুদ্ধে আবারো বক্তব্য দিয়েছেন তিনি। যদিও করোনাভাইরাস মহানারী এ কারণে ফ্লোরিডার শীর্ষ সরকারী কর্মকর্তাসহ সিনেটর মার্কো রুবিও জনগণকে ডাকযোগে ভোট দিতেই উৎসাহিত করছেন।
তবে স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরেই ভোট দিতে যান ট্রাম্প। যদিও তার সাথে ভোট দিতে যান নি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
ফ্লোরিডায় বেশ কয়েকটি বিষয় নিয়ে ভোট হচ্ছে, এর মধ্যে কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও রাজ্যের সংবিধান সংশোধনের প্রস্তাবও রয়েছে।
শনিবার তিন রাজ্যে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ট্রাম্প, এর মধ্যেই ভোট দেওয়ার সময় বের করে নেন তিনি। ফ্লোরিডায় নিজের নির্বাচনী প্রচারণা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প।
এর আগে, চলতি বছর ১৭ মার্চের প্রেসিডেনসিয়াল প্রাইমারি এবং ১৮ আগস্টের জেনারেল প্রাইমারিতেও ভোট দিয়েছিলেন ট্রাম্প। তবে তিনি নিজে ভোটকেন্দ্রে উপস্থিত হন নি। ২০১৬ সালে ম্যানহাটনের একটি সরকারি স্কুলে স্থাপিত ভোটকেন্দ্রে তিনি সশরীরে ভোট দিতে যান।❐