আমেরিকার সবচেয়ে বয়স্ক নারী মারা গেলেন ১১৫ বছর বয়সে
আমেরিকার সবচেয়ে বয়স্ক নারী বেসি হেনড্রিকস মারা গেছেন।
তার অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনকারী ল্যাম্প অ্যান্ড পাওয়ারস ফিউনারেল হোম জানিয়েছে, বেসি হেনড্রিকস মঙ্গলবার ১১৫ বছর বয়সে আইওয়া লেক সিটিতে মারা যান।
হেনড্রিকস ১৯০৭ সালের ৭ নভেম্বর অবার্ন, আইওয়ার কাছে বেসি লরেনা নামে জন্মগ্রহণ করেন। জেরোন্টোলজি রিসার্চ গ্রুপের মতে, মৃত্যুর সময় তিনি ছিলেন আমেরিকার সবচেয়ে বয়স্ক বাসিন্দা ।
মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেবার এক দশকেরও বেশি আগে ১৯৩০ সালে পল হেনড্রিকসকে বিয়ে করেন বেসি। তার আগে তিনি একজন শিক্ষক হিসাবে কাজ করতেন ।
বিয়ের ৬৫ বছর পর ১৯৯৫ সালে তার স্বামী মারা যান। বেসি হেনড্রিক্স ১০২ বছর বয়স পর্যন্ত তার নিজের বাড়িতেই থাকতেন। পরে তিনি সিনিয়র কেয়ার সেন্টারে চলে আসেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানে বসবাস করতেন।