আমেরিকায় ভয়াবহ তুষারপাতে ৩ জন নিহত
প্রবল তুষারপাতে ভয়ংকর দুর্ঘটনার ঘটেছে আমেরিকায় পেনসিলভেনিয়ায়। দৃশ্যমানতা কমে যাওয়ায় একাধিক গাড়ির সংঘর্ষে মৃত্যু হয় ৩ জনের। স্থানীয় সময় সোমবার (২৮ মার্চ) সকালে ঘটনাটি ঘটে পেনসিলভেনিয়ার অন্তর্দেশীয় সড়কে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল এগারোটার দিকে শুয়লকিল কাউন্টির আন্তঃরাজ্য ৮১ হাইওয়ের গ্রামীণ অংশে পাঁচটিরও বেশি ট্রাকসহ অন্তত দুই ডজন যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। মারাত্মক এই দুর্ঘটনার পর ওই এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।
শুয়লকিল কাউন্টির করোনার ডাঃ ডেভিড জে ময়লান বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনী রয়েছে। তারা তল্লাশি চালাচ্ছে।
শুয়েলকিল কাউন্টি অফিস অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এর ডেপুটি জরুরী ব্যবস্থাপনা সমন্বয়কারী জন ব্লিকলি বলেছেন, তুষারপাতের কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। চারটি ভিন্ন কাউন্টির জরুরি কর্মীরা প্রায় ২০ জনকে এলাকার হাসপাতালে নিয়ে গিয়েছে। এছাড়া পণ্যবাহী তিনটি ট্রাক্টর ট্রেলার এবং বেশ কয়েকটি ছোট যানবাহনে আগুন ধরে গিয়েছে।
রাজ্যের জরুরী ব্যবস্থাপনা সংস্থা এবং পুলিশের ধারণা, দুর্ঘটনায় জড়িত গাড়ির সংখ্যা ৪০ থেকে ৬০ এর মধ্যে। এর মধ্যে বেশ কয়েকটি ট্র্যাক্টর ট্রেলার রয়েছে।