আর্জেন্টিনার জার্সি আউট অব স্টক
অন্য গ্রহের ফুটবলার হিসেবে খ্যাত মেসির প্রতি আগ্রহের যেমন কমতি নেই, তেমনি তার জার্সির ব্যবসাও দীর্ঘদিন ধরে ভালোই চলছে। কিন্তু এবার কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর মেসির জার্সি নিয়ে রীতিমতো হাহাকার তৈরি হয়েছে। বহুদিন ধরেই আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি তৈরি করে জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাস। তারা জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে তাদের কাছে মেসির কোনো জার্সি নেই। তাদের সবগুলো আউটলেটই এখন আউট অব স্টক।
মেসির পাশাপাশি বিশ্বজুড়েই ফ্যানক্লাব গড়ে উঠেছে নেইমার, রোনালদো, মডরিচদের। কিন্তু বিশ্বকাপ যাত্রা থমকে যাওয়ায় আপাতত মেসি ছাড়া আর সবার জার্সির ব্যবসাতে ইতি পড়েছে। সবার আগ্রহ জমা হয়েছে মেসির ওপর। ফলে ভক্ত-সমর্থকদের এখন একটা জার্সি চাই। মেসির নাম লেখা একটি জার্সি, তা আদৌ নিজের শরীরের সাথে মিলবে কি না তারও তোয়াক্কা নেই। স্মল, লার্জ, এক্সটা লার্জ, মেল-ফিমেল কোনো কিছুই বাছাইয়ের বিবেচনায় আনা হচ্ছে না। তারপরও অ্যাডিডাসের সব আউটলেটই মেসির জার্সির জন্য নির্ধারিত কর্নার এখন খালি পড়ে আছে।
বিষয়টি নিয়ে মহাবিপদে পড়েছে অ্যাডিডাস। তড়িঘড়ি নতুন করে প্রোডাকশনে যাচ্ছে তারা। কিন্তু এতে সময় প্রয়োজন। এসব বিষয় অবশ্য বুঝতে নারাজ সমর্থকরা। ফলে মেসির জার্সির অপেক্ষায় তারা শোরুমের কাছেই অপেক্ষা করছেন।
মেসির জার্সি সংকটের বিষয়টি নিয়ে ঝক্কি পোহাতে হচ্ছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকেও (এএফএ)। প্রতিদিনই এ নিয়ে একের পর এক অভিযোগ শুনতে হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে এএফএ এক বিবৃতিতে জানায়, এ নিয়ে তো আমাদের কিছু করার নেই। যদিও মেসির জার্সি বেশি বিক্রি হওয়ায় আমাদের আগ্রহের কমতি নেই। কিন্তু এটা অ্যাডিডাসের ব্যাপার। সুতরাং বিষয়টি তাদেরই সামলাতে হবে।
তবে বাংলাদেশে এসব সমস্যা নেই। গুলিস্তানসহ দেশের বিভিন্ন মার্কেটে মেসির জার্সির অভাব নেই। আর্জেন্টিনার পতাকার পাশাপাশি খেলার দোকানগুলোতে থরে থরে সাজানো আছে মেসির জার্সি। যদিও এগুলোতে অফিশিয়াল জার্সি হওয়ার কোনো বালাই নেই, তবুও চাওয়ামাত্র পাওয়া এবং সহনশীল দামে পাওয়া যাওয়ায় বাংলার মেসি সমর্থকরা এতেই খুশি।
এদিকে ধারণা করা হচ্ছে, ফাইনালে মেসির দল জিতে গেলে আগামী আরও বেশ কিছুদিন মেসির জার্সির চাহিদা ঊর্ধ্বমুখীই থাকবে। অ্যাডিডাস এখন সে লক্ষ্যপূরণের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে।