আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হলেন মাশরাফি
মাশরাফি বিন মুর্তজাকে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের বৈঠক শেষে গণভবনে তিনি এ কথা বলেন।
সভাপতিমণ্ডলীর দুটি পদ খালি থাকা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দুই পদ খালি আছে এগুলো পূরণ করা নিয়ে এখনি আলোচনা হয়নি। তবে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খালি ছিল সেখানে মাশরাফি বিন মুর্তজাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়।
তবে উপপ্রচার সম্পাদকসহ তিনটি সম্পাদকীয় পদ ও ২৮টি সদস্য পদ এবং দুই সভাপতিমণ্ডলীর সদস্য পদ খালি রেখে কমিটি ঘোষণা করা হয়। তখন বলা হয় দলের সভাপতিমণ্ডলীর সভায় বাকি অংশ ঘোষণা করা হবে।
এরপরে দুইদিন পরে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের সভা আজ অনুষ্ঠিত হয়। সভায় শুধু যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদককের পদে মাশরাফি বিন মুর্তজাকে নির্বাচিত করা হয়।
এখনো দুইটি সম্পাদকীয় পদ খালি আছে।