ইউক্রেনে আরো ৪০ কোটি ডলারের মার্কিন সামরিক সাহায্য
রাশিয়ার সঙ্গে চলমান লড়াইয়ে কিয়েভের টান পড়া গোলাবারুদের মজুদে যোগ হচ্ছে ৪০ কোটি ডলারের মার্কিন সামরিক সহায়তা। গতকাল শুক্রবার (৩ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বিষয়টি নিশ্চিত করেন। খবর বিবিসি।
সহায়তার মধ্যে রয়েছে হিমার্স আর্টিলারি রকেট ও হাউইটজার। সঙ্গে রয়েছে ময়দানে ব্যবহৃত ট্যাকটিক্যাল ব্রিজ। ব্লিঙ্কেনের মতে, এই সব অস্ত্র ‘যা ইউক্রেন কার্যকরভাবে ব্যবহার করছে’। যুদ্ধাস্ত্র ও সরঞ্জামের পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ সহায়তা দেয়া হবে।
তিনি জানান, সামরিক সহায়তার কারণে যুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণের শহর খেরসন ও কিয়েভের আশপাশের এলাকা থেকে রুশ সেনা প্রত্যাহার।
এই মার্কিন শীর্ষ কূটনীতিক জোর দিয়ে বলেন, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ইউক্রেনের সমর্থনে বিশ্বকে নিয়ে চলেছে তারা।
সম্প্রতি সামনের সপ্তাহগুলোতে জোরালো অভিযানের পরামর্শ দিয়েছেন ইউক্রেনের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও বিশেষজ্ঞ। এমন সময় সাঁজোয়া যানকে নদী ও খাদ অতিক্রমে সাহায্য করে এমন সরঞ্জাম সরবরাহ পাচ্ছে তারা।
আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছিলেন, রাশিয়াকে থামাতে আরো ট্যাংক ও গোলাবারুদ প্রয়োজন।
এদিকে মস্কো গতকালও বাখমুতে তার মাসব্যাপী আক্রমণ বজায় রেখেছে। রুশ যোদ্ধাদের দাবি, তারা পূর্ব দোনেটস্ক অঞ্চলের শহরটিকে কার্যকরীভাবে ঘিরে ফেলেছে। তবে ইউক্রেনের সেনারা বলছেন, গত ২৪ ঘণ্টায় তারা অসংখ্য হামলা প্রতিহত করেছে।
সম্প্রতি ইউক্রেনের আবেদনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, জার্মানি, পোল্যান্ড, কানাডাসহ একাধিক দেশ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দেয়।