ইউক্রেন ইস্যুতে ইউরোপের পাল্টা হুমকি
ইউক্রেন ইস্যুতে এই মুহুর্তে চরম উত্তেজনা বিরাজ করছে পশ্চিমা বিশ্বে। এরই মধ্যে আজ বৃহস্পতিবার (২০জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন হুমকি দিয়েছে, ইউক্রেনে মস্কো হামলা চালালে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে।
আগামীকাল শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে জেনেভায় বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেন। এই বৈঠককে ইউক্রেনে হামলা ঠেকানোর শেষ পন্থা হিসেবে দেখা হচ্ছে।
এ নিয়ে ইউরোপীয় কমিশনের নতুন প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, ইউরোপ নতুন আক্রমণের জবাব দেবে ‘বিশাল অর্থনৈতিক ও আর্থিক নিষেধাজ্ঞা’ দিয়ে।
তিনি আরও বলেছেন, ইউরোপ ভেঙে ফেলার জন্য রাশিয়ার যে প্রচেষ্টা তা আমরা গ্রহণ করবো না। যদি আক্রমণ ঘটে, আমরা প্রস্তুত।
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা চালালে ‘বিপর্যয়’ দেখবে মস্কো। বাইডেন বলেন, ‘রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তাহলে আপনারা সবাই দেখবেন যুক্তরাষ্ট্র কি করে। তাই বিষয়টি পুরো বিষয়টি নির্ভর করছে রাশিয়ার পদক্ষেপের ওপর।’
আল জাজিরা