ইউক্রেন নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের চলমান পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের সঙ্গে কথা বলবেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন পরিস্থিতির দিকে কড়া নজর রয়েছে ভারতের। ভারতের প্রধানমন্ত্রী মোদি নিজ বাসভবনে এ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তিনি বিশেষ পরামর্শ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরেই দিল্লির ইউক্রেন দূতাবাস থেকে মোদির কাছে যুদ্ধ নিয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন সেখানকার রাষ্ট্রদূত। ইউক্রেনের সেই আহ্বানে সাড়া দিয়ে মোদি স্থানীয় সময় রাতে পুতিনকে ফোন করতে পারেন বলে এনডিটিভি জানিয়েছে।
ইউক্রেন ন্যাটোর সদস্যপদ দাবি করার পর থেকে রাশিয়া এর বিরোধিতা করে আসছিল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্বের হুমকি-ধামকি আমলে না নিয়ে ইউক্রেনের ডোনবাস অঞ্চলের দোনেস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের মর্যাদা দেয় রাশিয়া। এমনকি সেখানে ‘শান্তি প্রতিষ্ঠার জন্য’ সেনা পাঠানোরও ঘোষণা দেন পুতিন। এর পর বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা দেয় রাশিয়া।
এদিকে, ইউক্রেনে রুশ হামলার প্রথম ঘণ্টাতেই ৪০ ইউক্রেনীয় সেনা ও ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।
এছাড়া প্রায় ৫০ জন রাশিয়ান সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেয় কিয়েভ।