ইউক্রেন ভ্রমণে আরবদেশগুলোর সতর্কতা, দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া
ইউক্রেনে রুশ হামলার আশঙ্কায় উত্তেজনা দিনকে দিন বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে ইউক্রেন ভ্রমণে নিজেদের নাগরিকদের সতর্ক করছে আরবদেশগুলো।
কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, ইরাক, বাহরাইন এবং সৌদি আরব তাদের নাগরিকদের এ ব্যাপারে সতর্ক করেছে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ‘আসন্ন’ হুমকি কিয়েভে মার্কিন দূতাবাস খালি করার ন্যায্যতা দেয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সবচেয়ে বড় শত্রু হলো আতঙ্ক। ‘ তার সেই মন্তব্যের পরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ কথা বললেন।
ইউক্রেনে অস্ট্রেলিয়ার কিয়েভ দূতাবাস বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় সময় রবিবার এক বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভের দূতাবাস পশ্চিম ইউক্রেনের লভভ-এ স্থানান্তর করা হবে।
রুশ হামলার আশঙ্কায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পাইনে তাঁর দেশের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছেন। অল্প সময়ের ব্যবধানে যেকোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ এরই মধ্যে দূতাবাস সরিয়ে নেওয়ার পাশাপাশি নিজেদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশনা দিয়েছে। সেই তালিকায় অস্ট্রেলিয়া এবং আরব দেশগুলো যুক্ত হলো।
যদিও রাশিয়া বরাবরই বলে আসছে, ইউক্রেনে আক্রমণ চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই। তবে মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা গত সপ্তাহেই বলেছেন, ইউক্রেনে হামলার জন্য ৭০ শতাংশ প্রস্তুতি সেরে রেখেছে রাশিয়া।
সূত্র : বিবিসি।