ইতালিয়ান অভিনয় শিল্পী মনিকা ভিত্তি মারা গেছেন
ইতালির অন্যতম সেরা অভিনেত্রী মনিকা ভিত্তি মারা গেছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) রোমে তার মৃত্যু হয়। ৩ ফেব্রুয়ারি অভিনেত্রীর মৃত্যুর খবর জানান তার স্বামী রবার্তো রুসো।
মিকালেঞ্জেলো আন্তেনিয়োনির একধিক কালজয়ী সিনেমার নায়িকা ছিলেন ভিত্তি। মূলত এই পরিচালকের সিনেমা দিয়েই বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। ‘কুইন অব ইতালিয়ান সিনেমা’ খ্যাত এই অভিনেত্রী অভিনয়গুণের পাশাপাশি সৌন্দর্যের জন্যও বেশ আলোচিত ছিলেন। তার রূপের পূজারী ছিল সারা বিশ্ব।
১৯৬০ সালে ‘লা আভেন্তুরা’ সিনেমায় নির্যাতিতা নারীর ভূমিকায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- নোত্তে, দ্য এক্লিপস ইত্যাদি। ভিত্তি পাঁচবার ইতালিয়ান চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হন, ভেনিস উৎসবে জেতেন গোল্ডেন লায়ন।
১৯৩১ সালে রোমে জন্মগ্রহণ করেন মনিকা ভিত্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থিয়েটারে আকৃষ্ট হন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যুদ্ধের সময় যখন বাইরে বোমা পড়ত, তখন তিনি ও তার ভাই মিলে সেসব ঘটনার অভিনয় করে পরিবারের ভয়ার্ত সদস্যদের বিনোদন জোগাতেন।