ইনক সভাপতি কামাল আহমেদের মৃত্যুতে রাষ্ট্রদূত রাবাব ফাতিমার শোক
যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক-এর সভাপতি, নিউ ইয়র্ক প্রবাসী কামাল আহমেদের মৃত্যুতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা শোক জানিয়েছেন।
এক শোক বার্তায় রাবাব ফাতিমা বলেন, বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি হিসেবে জনাব কামাল আহমেদ নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ ও উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রেখে গেছেন।
রাবাব ফাতিমা বলেন, তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। তার মৃত্যুতে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির অপূরণীয় ক্ষতি হলো এবং নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীগণ একজন আপনজনকে হারালো।
রাষ্ট্রদূত রাবাব ফাতিমা শোক বার্তায় প্রয়াত কামাল আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও শুভান্যুধায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিক, ব্যবসায়ী, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণীপেশার যুক্তরাষ্ট্র প্রবাসী যে সকল ভাই-বোনেরা অকাল মৃত্যুবরণ করেছেন শোক বার্তায় রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
করোনাভাইরাসে রোগে আক্রান্ত হয়ে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক-এর সভাপতি কামাল আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ এপ্রিল ভোর ৪টায় মারা যান। তিনি নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গেল ৩১ মার্চ দুপুর ১২টায় গুরুতর অসুস্থ হয়ে এলমহার্স্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামাল আহমেদ।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তে মারা গেছে ৯ হাজার ৬২০ জন। এর মধ্যে নিউ ইয়র্কেই মারা গেছে ৪ হাজার ১৫৯ জন। তার মধ্যে প্রবাসী বাংলাদেশি ৭৩ জন।◉