ইমরান খান সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন: জারদারি
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বুধবার (৩০ মার্চ) বলেছেন, জাতীয় পরিষদে ইমরান খান সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। শিগগিরই বিরোধী নেতা শাহবাজ শরিফ দেশের প্রধানমন্ত্রী হবেন। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট নিয়ে এক সংবাদ সম্মেলনে বিলাওয়াল ভুট্টো এসব কথা বলেছেন।
এসময় তিনি ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকার ছেড়ে দেওয়ার জন্য সিন্ধু প্রদেশের শক্তিশালী রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তানকে (এমকিউএম-পি) ধন্যবাদ জানান।
বিলাওয়াল ভুট্টো বলেন, আগামীকাল শুক্রবারেই অনাস্থা ভোট হওয়া উচিত।
পিপিপি এই চেয়ারম্যান বলেন, ‘ইমরান খান এখন সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। তিনি আর প্রধানমন্ত্রী নন। আগামীকাল সংসদ অধিবেশন। আসুন আগামীকাল ভোট গ্রহণ করি এবং বিষয়টি নিষ্পত্তি করি। এরপর আমরা স্বচ্ছ নির্বাচনের কাজ শুরু করতে পারি এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক সংকট অবসান যাত্রা শুরু করতে পারি।’
এসময় বিলাওয়াল ভুট্টো বলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ শিগগিরই দেশের প্রধানমন্ত্রী হবেন।
‘শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার জন্য চ্যালেঞ্জ করেছেন। তার (ইমরান খান) কোনো বিকল্প পথ নেই। তিনি হয় পদত্যাগ করতে পারেন অথবা অনাস্থার মাধ্যমে বরখাস্ত হতে পারেন,’ বলেন বিলাওয়াল ভুট্টো।