ইরানে খামেনির শীর্ষ উপদেষ্টা মোহম্মদ মীরমোহাম্মদীর করোনাভাইরাসে মৃত্যু
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন শীর্ষ উপদেষ্টা মোহম্মদ মীরমোহাম্মদী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার রাষ্ট্রীয় বেতারের এক প্রতিবেদনে খামেনির শীর্ষ ওই উপদেষ্টা মোহম্মদ মীরমোহাম্মদীর প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরকারি বেতারের খবরে বলা হয়েছে, সর্বোচ্চ নেতার উপদেষ্টা পরিষদের শীর্ষ সদস্য মোহাম্মদ মীর মোহাম্মদী (৭১) তেহরানের একটি হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার তিনি মারা যান।
দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সবসময় পরামর্শ দেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাণকেন্দ্র চীনের বাইরে এখন পর্যন্ত সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে ইরানে।
ইরানের করোনাভাইরাস নিয়ন্ত্রণ কমিটির প্রধান ইরাজ হারিরসি, ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকারসহ আরও পাঁচজন এমপি সংক্রমিত হয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত শুক্রবার দেশটির সংসদ সদস্য মোহাম্মদ আলী রমজানি দস্তক মারা যান।
মার্কিন সংবাদ সংস্থা এপি বলছে, ইরানে এখন পর্যন্ত ৯৭৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে অন্তত ৫৪ জনের; যা চীনের বাইরে সর্বোচ্চ। ♦