ইরানে নিরাপত্তা এজেন্টকে হত্যার দায়ে দুই অভিযুক্তকে ফাঁসি
সেপ্টেম্বরে 22 বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে হত্যার অভিযোগে শনিবার (৭ জানুয়ারি) ইরান দুইজনকে ফাঁসি দিয়েছে।
শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে মোহাম্মদ মেহেদি কারামি এবং সাইয়্যেদ মোহাম্মদ হোসেইনি নামে দুই আসামিকে 2022 সালের ডিসেম্বরে একটি অনির্দিষ্ট তারিখে আদালতে সাক্ষ্য দিতে দেখা গেছে।
দুজনেই বাসিজ আধাসামরিক বাহিনী মিলিশিয়ার সদস্য রুহুল্লাহ আজমিয়ানকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।
একই মামলায় অন্য তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর ১১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে কারামিকে দোষী সাব্যস্ত করা আদালত জোরপূর্বক স্বীকারোক্তির উপর নির্ভর করেছিল… এবং হোসেনির আইনজীবী ডিসেম্বরে একটি টুইট বার্তায় বলেছিলেন যে হোসেইনিকে মারাত্মকভাবে নির্যাতন করা হয়েছিল।
ইরান অস্বীকার করে যে স্বীকারোক্তি নির্যাতনের অধীনে নেওয়া হয়।
কারামি এবং হোসেইনির ফাঁসি কার্যকর হওয়া প্রতিবাদকারীর সংখ্যা চারজনে নিয়ে আসে, অস্থিরতার পরে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে জানা যায়।
অ্যামনেস্টি জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ অন্তত ২৬ জনের মৃত্যুদণ্ড চাইছে।
মৃত্যুদণ্ড কার্যকরের খবর ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্যদের কাছ থেকে নিন্দা নিয়ে এসেছে… ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি ইরানকে “অবিলম্বে তার নিজের জনগণের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার” আহ্বান জানিয়েছেন।