ইলন মাস্ক ইউক্রেনে ইন্টারনেট সেবায় আর অর্থ ব্যয় করবেন না
ইউক্রেনের স্টারলিংক ইন্টারনেট পরিষেবার জন্য অনির্দিষ্টকাল অর্থ খরচ করা সম্ভব নয় বলে জানিয়েছেন মহাকাশ সংস্থা স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। গত ফ্রেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর দেশটির সেনাবাহিনী এবং জনগণকে সবসময় অনলাইনে রাখতে ফ্রিতে নিজ কোম্পানির স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম উন্মুক্ত করে দেন তিনি।
তবে এই সার্ভিস আর ফ্রিতে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। মার্কিন মিডিয়াগুলো জানায়, গত মাসে যুক্তরাষ্ট্রের পেন্টাগনকে এই কর্মসূচির জন্য অর্থায়ন করতে বলেছিলেন টেসলার মালিক।
গতকাল শুক্রবার এক টুইটে মাস্ক লিখেন, স্পেসএক্স অতীতের ব্যয় পুনরুদ্ধার করতে বলছে না, তবে বিদ্যমান পরিষেবাকে অনির্দিষ্টকালের জন্য অর্থায়ন করতে পারবে না স্পেসএক্স। বিশ্বের এই ধনী ব্যক্তি জানান, ইউক্রেনে এই সিস্টেমটি চালু রাখতে প্রতি মাসে ২০ মিলিয়ন ডলার খরচ হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইউক্রেনকে অনলাইনে রাখতে এ পর্যন্ত ৮০ মিলিয়ন ডলার খরচ করেছে স্পেসএক্স।