ইসরায়েলের পক্ষ নিয়ে বাইডেনকে দায়ী করলেন ট্রাম্প
জেরুজালেম পরিস্থিতিসহ মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ার জন্য নতুন মার্কিন জো বাইডেনের দুর্বলতাকে দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্প আরও দাবি করেন, তিনি ক্ষমতায় থাকাকালীন মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ পরিস্থিতি ছিল।
এছাড়াও ট্রাম্প উল্লেখ করেন, মধ্যপ্রাচ্য নিয়ে রিপাবলিকানদের কঠোর নীতির কারণে অন্যান্য গোষ্ঠী ইসরায়েলে হামলা চালানোর সাহস পায়নি। কেননা, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সমর্থনের ব্যাপারে শত্রুপক্ষ সবসময় সতর্ক ছিল।
এছাড়াও ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে যাওয়ায় এসব অঞ্চলে জঙ্গিবাদ আবারও মাথা চাড়া দিয়ে উঠছে।
এএফপি জানায়, তেল আবিবকে লক্ষ্য করে ফিলিস্তিনি বিদ্রোহী গোষ্ঠী হামাসের রকেট হামলার পর এই বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় শিশুসহ ২৮ জনের মৃত্যুর জেরে এ হামলা চালায় হামাস।
এদিকে ইসরায়েল-ফিলিস্তিনের সংঘর্ষের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। তবে কূটনৈতিকভাবেই সংকট সমাধানের পথ খুঁজতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।❐