ইসরায়েল-ইউএই ফ্লাইট: সৌদি সিদ্ধান্তকে স্বাগত জানালেন ট্রাম্প
ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচলের জন্য সৌদি আরবের আকাশপথ খুলে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজকে ফোন করে তার এ প্রতিক্রিয়া জানান বলে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র জাড ডিয়ার জানান, ফোনালাপে সৌদি বাদশার সঙ্গে আঞ্চলিক সুরক্ষা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন ট্রাম্প। এছাড়া পারস্য উপসাগরীয় অন্য আরব দেশের সঙ্গে ইসরায়েলের বিরোধ নিরসনে সৌদি আরবকে মধ্যস্থতা করারও অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত মাসে ইসরায়েল এবং আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে একটি শান্তিচুক্তি হয়।
এরপর ৩১শে অগাস্ট প্রথমবারের মতো তেল আবিব থেকে একটি বাণিজ্যিক ফ্লাইট সৌদি আরবের ওপর দিয়ে সরাসরি আমিরাতের আবু ধাবিতে যায়।❐
এমএসএন