ঈদের জন্য ‘একতরফা’ যুদ্ধবিরতিতে আরএসএফ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুই দিনের জন্য একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর কমান্ডার মোহামেদ হামদান দাগালো। খবর আল জাজিরা।
দাগালো ২৬ জুন, সোমবার ফেসবুকে পোস্ট করা একটি অডিও বার্তায় বলেছেন, ‘আমরা ঈদুল আযহার আগের দিন এবং ঈদের দিনে আত্মরক্ষার পরিস্থিতি ব্যতীত একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করছি।’
আরএসএফ কমান্ডার আশা প্রকাশ করেন, ঈদের ছুটি সুদানের জনগণের মধ্যে সমঝোতার সুযোগ তৈরি করে দেবে। যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক পরিস্থিতির কথা স্বীকার করে তিনি বলেছেন, ‘আমরা যুদ্ধ থেকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে উঠতে পারব বলে আশা করছি।’
এদিকে সুদানের সেনাবাহিনী সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ১৫ এপ্রিল সুদানের গৃহযুদ্ধ শুরু হয়। দেশটির নিয়মিত সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে লড়াইয়ে ইতোমধ্যেই ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। মূলত সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং আরএসএফ প্রধান জেনারেল মোহামেদ হামদান দাগালোর মধ্যে ক্ষমতাকে কেন্দ্র করে এই গৃহযুদ্ধের সূত্রপাত ঘটে।