ঈদে ঢাকায় হামলার হুমকি আইএসের
পবিত্র ঈদুল আজহায় ঢাকায় জঙ্গি সংগঠন আইএস হামলা করতে পারে বলে এক টুইট বার্তায় দাবী করেছেন সাইট ইন্টেলিজেন্সের সহ প্রতিষ্ঠাতা রিটা কার্টজ।
বার্তাটি তাদের নজরে এসেছে জানিয়ে বাংলাদেশের কাউন্টার টেররিজম ইউনিট বলছে, এ তথ্য এখনও নিশ্চিত নয়।
এর আগে ২০১৩ থেকে ১৫ সালে একের পর এক ব্লগার হত্যা ও হোলি আর্টিজানে জঙ্গি হামলার সময়ও সাইট ইন্টেলিজেন্স বার্তা দিয়েছিল। এগুলো আইএসের কাজ। সেসবের সত্যতাও তখন মেলে নি।
ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রিটা কার্টজ জঙ্গিবাদ পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা।
মূলত আইএসের কার্যক্রমই নজরদারই করে সংগঠনটি। রিটা কার্টজ এক সময় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাডের হয়ে কাজ করতেন। ❑
আইএসের টুইট
1)BREAKING: #ISIS claims attack in #Bangladesh, targeting a police headquarters in capital #Dhaka. Marks the group's 1st attack in the city since Aug. 2019 & comes amid an attack surge as part of the 4th wave of its "Battle of Attrition" campaign, in lead up to #EidAlAdha. pic.twitter.com/om03BcOS4w
— Rita Katz (@Rita_Katz) July 29, 2020