উদ্বোধন হলো ৩১তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা
নিউ ইয়র্কে বর্ণিল উদ্বোধন হলো ৩১তম বাংলা বইমেলার। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এবারের বইমেলার স্লোগান হলো ‘বই হোক বিশ্ব বাঙালীর মিলন সেতু’।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের সামনে ৩১তম বইমেলার উদ্বোধন ঘোষণা করেন কথা সাহিত্যিক অমর মিত্র।
নিউ ইয়র্ক বাংলা বইমেলা উদ্বোধনে সমবেত প্রবাসী বাংলা ভাষাভাষীদের হৃদয়ে অমিত সুর ছড়িয়ে দিয়েছিল আবহমান বাংলার কথা। এখানকার বহুজাতিক সংস্কৃতির জনপদে বাংলা বই এসে সকলকে জানিয়ে দিল, বাংলার প্রবাসীরা কখনও মাতৃভূমি আর মাতৃভাষা থেকে বিচ্ছিন্ন নন। বইমেলা যেন এভাবেই সেতুবন্ধনের ভূমিকা পালন যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবারের মেলা আয়োজন কমিটির আহ্বায়ক গোলাম ফারুক ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ও লেখক ফেরদৌস সাজেদীন, কবি আসাদ মান্নান, অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক প্রমুখ।
৩১তম নিউ ইয়র্ক বাংলা বইমেলায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছে থেকে অঙ্কুর প্রকাশনী, অন্বয় প্রকাশ, অনন্যা প্রকাশনী, আকাশ প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন্স, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, কথাপ্রকাশ, কবি প্রকাশনী, কাকলী প্রকাশনী, নালন্দা, প্রথমা প্রকাশন, বাতিঘর, সময় প্রকাশন, স্বদেশ শৈলী এবং যুক্তরাষ্ট্র থেকে মুক্তধারা নিউইয়র্ক, ঘুংঘুর, ইসলাম ইন্টারন্যাশনাল পাবলিকেশন্স, ছড়াটে, পঞ্চায়েত, বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখা, কালের চিঠি ও তিন বাংলা। এবারের বইমেলা চলবে ২৮ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যরাত অবধি।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড. নিরুপমা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হয়। ‘বই হোক বিশ্ব বাঙালির মিলন সেতু’ শীর্ষক আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন কথা সাহিত্যিক অমর মিত্র। অর্থনীতিবিদ ড. নজরুল ইসলামকে মুক্তধারা সম্মাননা প্রদান করা হয়।