উহুরু কেনিয়াত্তার সঙ্গে বৈঠক করবেন বাইডেন
প্রতিবেশী ইথিওপিয়ায় যুদ্ধ ও মানবিক সঙ্কটের মধ্যে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ বৃহস্পতিবারের বৈঠকটি হবে আফ্রিকার কোনো নেতার সঙ্গে প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের প্রথম একক কোনো আলোচনা।
হোয়াইট হাউসের মুখপাত্র জেন পিসাকি এক বিবৃতিতে বলেছেন, দুই নেতা “গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার প্রচেষ্টা, শান্তি ও নিরাপত্তা অগ্রগতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা” নিয়ে আলোচনা করবেন।
সূত্র: আল-জাজিরা