‘একদিকে ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদ, অন্যদিকে ঢাবি ভিসির ক্রিকেট’
ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের ক্রিকেট খেলার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে যখন অনশনে বসেছেন শিক্ষার্থীরা, ধর্ষককে অবিলম্বে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির দাবিতে যখন উত্তাল ক্যাম্পাস তখন ঢাবি ভিসির এই ক্রিকেট খেলার ছবিকে ইতিবাচক ভঙ্গিতে মেনে নেয় নি অনেকেই।
বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত টাইমলাইনে ছবিটি পোস্ট করে ঢাবি ভিসির তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা।
মঙ্গলবার সারাদিন ফেসবুকে নেতিবাচক মন্তব্যে ডুবেছিল ছবিটি।
ছবিতে দেখা গেছে, কুয়াচ্ছন্ন শীতের সকালে ব্যাট হাতে খেলোয়াড়ি ভঙ্গিতে বল মোকাবেলা করছেন ঢাবি ভিসি আখতারুজ্জামান। তার পেছনেই তিনটি স্ট্যাম্প। স্ট্যাম্পের পেছনে বল ক্যাচ ধরার ভঙ্গিতে দাঁড়িয়ে হাস্যজ্জ্বল অন্যান্য শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকেও বিজ্ঞপ্তির সঙ্গে ছবিটি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে।
সেই সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ‘বঙ্গবন্ধু টিচার্স ক্রিকেট লীগ’–এর উদ্বোধন করেন ভিসি মো. আখতারুজ্জামান। তিনি ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির চেয়ারম্যান মো. হাসিবুর রশীদ, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অসীম সরকার, শিক্ষক সমিতির নেতা জিয়াউর রহমান প্রমুখ।
বিষয়টি সাধারণ ও উৎসাহমূলক ঘটনা হলেও এমন পরিস্থিতিতে ঢাবি ভিসির ক্রিকেট লীগ উদ্বোধনকে তীর্যকভাবেই নিয়েছেন সচেতনরা।
ভিসির সমালোচনা করে ঢাবি শিক্ষার্থীদের কেউ কেউ ফেসবুকে লিখেছেন, একদিকে ক্যাম্পাসে বোনকে ধর্ষণের প্রতিবাদে আমরা প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে আন্দোলন করছি, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ক্রিকেট নিয়ে খোশমেজাজে রয়েছেন ভিসি মহোদয়।
কেউ কেউ লিখেছেন, ক্রিকেট লীগকে একটু পিছিয়ে দিলে কি বা ক্ষতি হতো।
রোমের ইতিহাস টেনে অনেকে ভিসির সমালোচনা করে রূপকভাবে স্ট্যাটাস দিয়েছেন, রোম যখন জ্বলছিল নিরো তখন বাশিঁ বাজাচ্ছিলেন। তবে এখানে আমাদের নিরো বাঁশি না বাজিয়ে ক্রিকেট খেলছেন।
একজন ঢাবি শিক্ষার্থী লিখেছেন, ‘তোমরা ধর্ষকের বিচারের দাবিতে আন্দোলন করতে থাকো- আমরা ততক্ষণে একটু ক্রিকেট খেলে আসি…’
উল্লেখ্য, গত রোববার রাজধানীর শেওড়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে করে বান্ধবীর বাসায় যাওয়ার পথে কুর্মিটোলা এলাকায় বাস থেকে নেমে ধর্ষণের শিকার হন এক ছাত্রী। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে গত দুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত রয়েছে। ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ চলছে। ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠনের পাশাপাশি বিচারের দাবিতে ব্যাচভিত্তিকভাবে আন্দোলন-কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। আর এমন আন্দোলনের মধ্যে উপাচার্যের ক্রিকেট লীগ উদ্বোধনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হলে তা ভাইরাল হয় ও বেশিরভাগ মানুষই ঢাবি ভিসির সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছেন।
জানা গেছে, কুর্মিটোলায় ধর্ষণের শিকার ছাত্রীকে দেখতে ভিসি আখতারুজ্জামান রোববার রাত ও দুপুরে দুইবার হাসপাতালে গিয়েছিলেন। তবে আজ যান নি।
উপাচার্যের প্রটোকল অফিসার আহসানুল কবির মল্লিক জানিয়েছেন, স্যার গতকাল দুইবার গিয়েছিলেন তবে আজকে যান নি।