এক ফ্রেমে তিন টম ক্রুজ, কোনটা আসল?
হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। এক ফ্রেমে তিনজন টম ক্রুজ! ছবিটি অনলাইনজুড়ে ঘুরে বেড়াচ্ছে। সেটা দেখেই হতভম্ভ হয়ে গেছেন ভক্তরাও। অনেকেই ভেবে বসছেন এরা হলেন সকলেই টম ক্রুজের বডি ডাবল।
অর্থাৎ পর্দায় এরাই টম ক্রুজের অ্যাকশন দৃশ্যগুলো করেন। এদের প্রত্যেকেই টম ক্রুজের মতোই দেখতে। দৈহিক গঠন থেকে চেহারা, সব কিছুতেই অসম্ভব মিল। খুব ভালো করে লক্ষ না করলে ভুল হতে বাধ্য!
ছবিটি যখন ইন্টারনেটে ভাইরাল হয় তাতে লেখা ছিল, ‘টম ক্রুজের বডি ডাবলস, ছবিটা তুলেছেন খোদ টম ক্রুজ।
’ অনেকেই প্রথমে বুঝতে পারেননি কে আসল টম ক্রুজ! এর একটি কারণ তাদের তিনজনই একই রকম দেখতে। এ ছাড়া অনেকেই বলে থাকেন টম নাকি নিজেই নিজের অ্যাকশন দৃশ্যগুলো শুট করে থাকেন। তিনি কখনো বডি ডাবলস ব্যবহার করেন না। তাহলে তার বডি ডাবলস আসবে কোথা থেকে? আসলে এই ছবিটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর ভিত্তি করে বানানো।
ভাইরাল হওয়া ছবিটা মোটেই বাস্তব নয়। বরং মিডজার্নি প্ল্যাটফর্মে ‘এআই’-এর সাহায্যে এই ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবিটি বানিয়েছেন অং হুই উ নামের এক ব্যক্তি।
তবে যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বানানো হোক, ছবিটি যে অনুরাগীদের মন কেড়েছে সেটা বলাই বাহুল্য। অনেকে আবার ছবিটি ঘিরে ঠাট্টা-মশকরা করছেন।
কেউ বলেছেন, ‘পরীক্ষায় যখন মাল্টিপল চয়েজের অপশন দেওয়া হয়।’ কেউ বলছেন, ‘এক ছবিতে তিন টম! পরিচালকের তো রমরমা অবস্থা হবে!’ কেউ বা বলছেন, ‘টমের আরো দুই ভাই রয়েছেন?’
সম্প্রতি মুক্তি পেয়েছে টম ক্রুজের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মিশন ইম্পসিবল’-এর পরবর্তী চলচ্চিত্র। মিশন ইম্পসিবল সিরিজের নতুন এই সিনেমাটির নাম ‘মিশন ইম্পসিবল ডেড রিকনিং : পার্ট ১’। আগের পর্বগুলোর মতো এই পর্বেও ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য ও টম ক্রুজের মাথা নষ্ট করা অবিশ্বাস্য সব স্টান্ট রয়েছে। ৬০ বছর বয়সী অভিনেতা টম ক্রুজ প্রায় সমস্ত স্টান্ট ডামির সাহায্য ছাড়া নিজেই করেছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সিনেমাটির শুটিংয়ের দৃশ্য ছড়িয়ে পড়ে, যা সিনেমাটির প্রতি ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছিল। সিনেমাটিতে টম ক্রুজের সাথে আরো অভিনয় করেছেন রেবেকা ফার্গুসন, হেলে এটওয়েল, ভেনেসা কিরবি, ইসাই মোরালেসসহ একাধিক তারকা। আগামী ১২ জুলাই পর্দা কাঁপাতে প্রস্তুত টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল ডেড রিকনিং : পার্ট ১’।