Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
April 19, 2024
Homeনিউ ইয়র্কএনওয়াইপিডিতে পদোন্নতি পেলেন ফাতেমা আমিন

এনওয়াইপিডিতে পদোন্নতি পেলেন ফাতেমা আমিন

এনওয়াইপিডিতে পদোন্নতি পেলেন ফাতেমা আমিন

নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) বাংলাদেশি আমেরিকান ফাতেমা আমিন (ফাতেমা ফারহানা) নিউ ইয়র্ক সিটি পুলিশে বিভাগে পরীক্ষায় উত্তীর্ন হয়ে পদোন্নতি লাভ করেছেন।

গত ২৬ শে আগস্ট (শুক্রবার) প্রথম বাংলাদেশী আমেরিকান হিসেবে সিনিয়র পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ এইড/সুপারভাইজর পদে পদোন্নতি পেয়েছেন ফাতেমা আমিন। পুলিশ কমিশনার কিচেন্ট সেওয়েল সকল পদোন্নতি প্রাপ্তদেরকে নিজ হাতে সার্টিফিকেট প্রদান করেন। বর্তমানে ফাতেমা আমিন মেডিকেল ডিভিশন বিলিং এ কর্মরত আছেন।

ফাতেমা আমিন চাঁদপুরের পালিশারা গ্রামের চেয়ারম্যান প্রয়াত হাবীবুল্লাহ পাটয়ারীর এবং প্রয়াত ফাতেমা বেগমের নাতনী। ১৯৯৮ সালে বাংলাদেশ থেকে ডিভি লটারি পেয়ে যুক্তরাষ্ট্রে যান।

ফাতেমা আমিন ২০০৩ সালে ইয়র্ক কলেজ থেকে এ্যাসোসিয়েট এবং মেডিকেল বিলিং কোডিং এ ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন।
১৯৯৯ সালে কাবকো ফার্মাসিউটিক্যালস ইনকে অ্যাসিস্টেন্ট ম্যানেজার হিসেবে ৭ বছর দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে নিউইয়র্ক সিটি ট্রাফিক ডিভিশনে ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট পদে যোগদান করেন।

২০১২ সালে পরীক্ষায় উন্নতি হয়ে টাইটেল পরিবর্তন করে পুলিশ এ্যাডমিনিস্ট্রেটিভ এইড পদে যোগদান করেন এবং সাত বছর তিনি ক্যাপটেইন ক্লারিকাল পদে ১০৬ প্রিসেন্টে কর্মরত ছিলেন।

বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন করম চৌধুরী এক বিবৃতিতে তাকে অভিনন্দিন জানিয়েছেন।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment