Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 22, 2024
হেডলাইন
Homeপ্রবাসএনওয়াইপিডিতে সাজেদুর রহমানসহ ৪ বাংলাদেশি আমেরিকানের পদোন্নতি

এনওয়াইপিডিতে সাজেদুর রহমানসহ ৪ বাংলাদেশি আমেরিকানের পদোন্নতি

এনওয়াইপিডিতে সাজেদুর রহমানসহ ৪ বাংলাদেশি আমেরিকানের পদোন্নতি

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে গেল ১৮ মার্চ বাংলাদেশি-আমেরিকান লেফটেনেন্ট সাজেদুর রহমানসহ আরো ৪ জন সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন। তারা হলেন, বাংলাদেশি আমেরিকান এমডি সামসুদ্দিন, আবু তাহের এম ফিরোজ, মোহাম্মদ চৌধুরী এবং রাজুব ভৌমিক।

এদের মধ্যে সার্জেন্ট হিসেবে সম্প্রতি পদোন্নতি প্রাপ্ত একজন অফিসার মোহাম্মদ সামসুদ্দিনকে এনওয়াইপিডিতে কর্মরত ব্রঙ্কসের সহকর্মীরা গেল ২১ মার্চ স্থানীয় খলিল বিরিয়ানী রেস্টুরেন্টের পার্টি সেন্টারে সংবর্ধনা দেন।

সংবর্ধনায় উপস্থিত ছিলেন এনওয়াইপিডির স্থানীয় ৪৩ প্রিসেন্টের উর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সহ সভাপতি সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, কমিউনিটি লিয়াজো ডিটেকটিভ মাসুদ রহমান, সার্জেন্ট অফ আর্মস মাহাবুব জুয়েল, সি ডাবলু এ লোকাল ১১৮২ ইউনিয়নের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, স্কুল সেফটি এজেন্ট এবং ট্রাফিক এজেন্টরা।

উল্লেখ্য, সার্জেন্ট সামসুদ্দিন ২০০৬ সালে ট্রাফিক এজেন্ট হিসেবে এনওয়াইপিডিতে যোগ করেন সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে, ২০১২ সালে সিভিল সার্ভিস পরীক্ষার অংশগ্রহণ করে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন এবং সর্বশেষ সার্জেন্ট পরীক্ষায় পাশ করে পদোন্নতি পান।

বর্তমানে এনওয়াইপিডির সদস্য সংখ্যা প্রায় ৩৬ হাজার। নিয়মিত বাহিনীতে প্রায় চারশ’রও বেশি বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে ৩ জন ক্যাপ্টেন, ১০ জন লেফটেনেন্ট , ৩২ জন সার্জেন্ট, ১২ জন ডিটেক্টিভ , ২৮৫ জন পুলিশ অফিসার রয়েছেন। সিভিলিয়ান সদস্য যেমন নিউ ইয়র্ক সিটির ট্রাফিক এজেন্ট , স্কুল সেফটি এজেন্ট, স্কুল ক্রসিং গার্ড হিসাবে মোট ১ হাজারেরও বেশি বাংলাদেশি আমেরিকান এনওয়াইপিডিতে কাজ করছেন ।❐

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment