এবার ট্রাম্পের কণ্ঠে পোস্ট করা কনটেন্টও সরাবে ফেসবুক
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধের পর এবার ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে পোস্ট করা অন্যান্য কনটেন্টও সরিয়ে ফেলবে ফেসবুক।
বিবিসি জানিয়েছে, ট্রাম্পের পুত্রবধূ ও মিডিয়াব্যক্তিত্ব লরা ট্রাম্পের নেওয়া একটি ভিডিও পোস্ট সরিয়ে নিয়েছে ফেসবুক। এ ঘটনায় লরাকে সতর্ক করে মেইল পাঠায় ফেসবুক কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে পোস্ট করা কনটেন্টও সরিয়ে ফেলবে তারা। যেসব অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের এ ধরনের কনটেন্ট শেয়ার করা হবে, সেসব অ্যাকাউন্টের ক্ষেত্রেও বাড়তি বিধিনিষেধ আরোপ করা হবে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের কন্ট্রিবিউটর লারা ট্রাম্প ফেসবুকের পাঠানো সেই মেইলের স্ক্রিনশট শেয়ার করেছেন।
মেইলে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোতে যে ব্লক রাখা হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে পোস্ট করা অন্যান্য কনটেন্টও সরিয়ে ফেলা হবে। এটি সংশ্লিষ্ট অ্যাকাউন্টকেও বাড়তি বিধিনিষেধের মুখে ফেলে দেবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ হন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট। ক্যাপিটল হিলে হামলায় উসকানি দেওয়ার ঘটনায় তাকে নিষিদ্ধ করা হয়।
নিজেদের অফিসিয়াল কাজকর্ম করতে ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প নতুন করে নতুন ওয়েবসাইট তৈরি করেছেন। এর নাম দিয়েছেন ৪৫অফিস ডটকম।
নতুন ওয়েবসাইটটি সাবেক প্রেসিডেন্টের দীর্ঘ একটি জীবনী দিয়ে শুরু হয়েছে। তাতে বলা হয়েছে— ‘ডোনাল্ড জে. ট্রাম্প ইতিহাসের সবচেয়ে অসাধারণ রাজনৈতিক কর্মসূচি শুরু করেছিলেন। তিনি রাজনৈতিক যুগের পরিসমাপ্তি ঘটান, ওয়াশিংটনে প্রতিষ্ঠিত ব্যবস্থাকে পরাজিত করেন এবং সত্যিকারের বহিরাগত হিসেবে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।’❐