Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
February 5, 2025
হেডলাইন
Homeআন্তর্জাতিকওয়াশিংটনে জামাল খাসোগির নামে রাস্তার নামকরণ

ওয়াশিংটনে জামাল খাসোগির নামে রাস্তার নামকরণ

ওয়াশিংটনে জামাল খাসোগির নামে রাস্তার নামকরণ

তেহরানের সঙ্গে রিয়াদের ঘনিষ্ঠতাকে ঘিরে সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্ক নড়বড়ে হয়ে পড়েছিল। সেই সম্পর্ক ঠিক করতে সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

কিন্তু তার আগেই ওয়াশিংটনে সৌদি আরব দূতাবাসের সামনের একটি রাস্তা জামাল খাসোগির নামে নামকরণ করা হয়েছে। গত বুধবার ওয়াশিংটনের স্থানীয় সরকার ওই রাস্তার নামকরণ করে ‘জামাল খাসোগি ওয়ে’। খবর বিবিসির।

ওয়াশিংটনের স্থানীয় সরকার কর্তৃপক্ষ জানায়, ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে খুন হওয়া দেশটির আলোচিত সাংবাদিক জামাল খাসোগির সম্মানে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া কাউন্সিল সর্বসম্মতভাবে নিউ হ্যাম্পশায়ার অ্যাভিনিউর নাম বদল করে খাসোগির নামে রাখার পক্ষে মত দেয়। ওই কাউন্সিলের প্রেসিডেন্ট ফিল মেন্ডেলসন বলেন, ‘রাস্তাটি জামাল খাসোগির স্মৃতি স্মারক হিসেবে কাজ করবে।’

বাইডেনের সৌদি আরব সফরের সময়সূচি ঘোষণার ঠিক আগে সড়কের নামকরণ করার খবরটি সামনে এল। আগামী মাসের ওই সফরে সৌদি যুবরাজের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, জামাল খাশোগি হত্যাকাণ্ডে অনুমোদন দিয়েছিলেন যুবরাজ। ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন সাংবাদিক জামাল খাসোগি। সেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

তার লাশ কেটে টুকরা টুকরা করে গায়েব করে দেওয়া হয়। খাশোগির দেহাবশেষ আর পাওয়া যায়নি।

সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন সাংবাদিক জামাল খাসোগি। তাকে হত্যার নির্দেশদাতা হিসেবে মোহাম্মদ বিন সালমানকে সন্দেহ করা হয়।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে জামাল খাশোগি হত্যাকাণ্ডসহ সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন।

ওই অভিযোগে তিনি সৌদিকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে একঘরে করতে উদ্যোগ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment