কঙ্গোতে ইবোলা ভাইরাস শনাক্ত
আফ্রিকার ডিআর কঙ্গোতে নতুন করে ইবোলা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে বলে বিবিসি জানিয়েছে।
পশ্চিম ডিআর কঙ্গোর বুটেম্বো শহরের কাছে বিয়েনার এক নারী ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শহরটিতে একটি অনুসন্ধানী দল পাঠানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এ নিয়ে বারোবারের মতো ইবোলা সংক্রমণ ঘটল ডিআর কঙ্গোতে। প্রায় তিন মাস আগে দেশটির পশ্চিমাঞ্চলে সর্বশেষ ইবোলায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।
আচমকা জ্বর, দুর্বলতা, শরীর ব্যথা, গলা ব্যথা হচ্ছে এ ইবোলা ভাইরাসের উপসর্গ। সেখান থেকে বমি, ডায়রিয়া এবং ভেতরে ও বাইরে রক্তক্ষরণ দেখা দেয়।
এটি কেবল অসুস্থ ব্যক্তির শরীর থেকে নির্গত তরলের মাধ্যমে অপর ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে অর্থাৎ অসুস্থ ব্যক্তির রক্ত, লালা, বীর্য, বমি, মল, থুতু, শ্লেষ্মা বা শরীর থেকে অন্য কোনো তরল স্পর্শ করার মাধ্যমে যে কেউ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে।
বাদুড় বিশেষত ফল বাদুড়কে এই ভাইরাসের বাহক হিসেবে মনে করা হয়। এই ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুহার অনেক বেশি, যা প্রায় ৮৩-৯০ শতাংশ। ২০১৩-২০১৫ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় এটি মহামারি রূপ নেয়।❐
A new #Ebola case has been detected in #Butembo #DRC, one of the epicentres of the previous outbreak in eastern DRC. @WHO epidemiologists are on ground supporting @MinSanteRDC's investigation. More than 70 contacts have already been tracked.
➡️https://t.co/KWVYSTbb4o pic.twitter.com/G83sxyk5bz
— WHO African Region (@WHOAFRO) February 7, 2021