কঠিন নিয়ম, অন্যের হাতে পানি খেতে হল রানির গার্ডকে
যুক্তরাজ্য বর্তমানে চলছে ভয়াবহ দাবদাহ। স্মরণকালের সবচেয়ে বেশি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে পুরো ইউরোপে। তীব্র গরমে হাঁসফাস করছেন সাধারণ মানুষ।
ইউরোপে চলমান এ দাবদাহের বিভিন্ন চিত্র ক্যামেরাবন্দি করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স এমনই একটি ছবি প্রকাশ করেছে।
ছবিটিতে দেখা যায়, বাকিংহ্যাম প্যালেসে ব্রিটিশ রানীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনী ‘কুইন্স গার্ডের’ একজন সেনাকে পানি পান করাচ্ছেন আরেকজন নিরাপত্তা বাহিনীর সদস্য।
তীব্র গরমে অতিষ্ঠ কুইন্স গার্ডের সেই সেনা নিজ হাতে পানি খাচ্ছেন না।
তার নিজ হাতে পানি না খাওয়ার কারণ হলো কঠোর নিয়ম।
রানীর নিরাপত্তার দায়িত্বে থাকা কুইন্স গার্ডের সদস্যদের মেনে চলতে হয় কঠোর নিয়ম-কানুন।
কুইন্স গার্ডের সেনারা দায়িত্ব পালন করে থাকেন বাকিংহ্যাম প্যালেস এবং লন্ডনের সেইন্ট জেমস প্যালেসে।
তারা টানা দুই ঘণ্টা ডিউটি করেন। এরপর টানা চার ঘণ্টার জন্য বিরতি পান।
ডিউটি পালনের সময় কুইন্স গার্ডের সেনাদের নড়াচড়া করা এবং কোনো কিছু ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি যদি কোনো পর্যটক বা বাইরের কেউ তাদের দিকে কিছু ছুঁড়ে মারে তবুও নড়া যাবে না।
তবে প্রতি দশমিনিট পর পর তারা চাইলে মার্চপাস্ট করতে পারবে এবং দ্রুত নিজের অবস্থানে ফিরে যেতে হবে।
কুইন্স গার্ডের সেনাদের হাসাও নিষেধ। যদি কেউ হাসেন তাহলে তাকে অর্থদণ্ড জরিমানা করার বিধান আছে। ফলে কুইন্স গার্ডের সেনাদের হাসতে দেখা যায় না।
সূত্র: দ্য ব্রিটিশ রয়্যাল ফেমিলি, লন্ডনটোপিয়া