করোনা ভ্যাকসিন গবেষণায় রক্ত দিলেন হ্যাঙ্কস দম্পতি
করোনা ভ্যাকসিন গবেষণায় রক্ত দিলেন টম হ্যাঙ্কস ও রিটা হ্যাঙ্কস দম্পতি।
এর আগে অস্ট্রেলিয়ায় একটি বায়োপিকের জন্য শুটিংয়ের সময় টম ও স্ত্রী রিটা করোনায় আক্রান্ত হোন। পরে এই দম্পতি মার্চ মাসের প্রথম দিকে ফিরে আসেন লস অ্যাঞ্জেলেসে এবং দুই সপ্তাহেরও বেশি সময় কোয়ারেন্টাইনে থাকেন।
করোনামুক্ত হওয়ার পর তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে অনুমান তাদের। এরপরেই নিজেদের রক্ত ও প্লাজমা ডোনেট করার সিদ্ধান্ত নেন দুজনে। তাদের অ্যান্টিবডি যদি করোনার ভ্যাকসিন তৈরিতে কাজে আসে সেজন্য নিজেদের প্লাজমা ও রক্ত দান করেন টম হ্যাঙ্কস ও রিতা উইলসন।
তারা বলেন, কেউ তাদের এজন্য অনুরোধ করেননি। তারা নিজেরাই মানুষের কল্যাণ হবে ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন।◉