করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪০২৭
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ইতোমধ্যে ১০০টিরও বেশি দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৭ জনে। আর আক্রান্তের সংখ্যা এক লাখ ১৪ হাজার ৪২২। এদের মধ্যে চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়েছে ৬৪ হাজার ৮১ জন।
মৃত ৪ হাজার ২৭ জনের মধ্যে তিন হাজার ১৩৬ জনই চীনের নাগরিক। আক্রান্তদেরও অধিকাংশই চাইনিজ।
প্রাণহানির দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ইতালিতে এ পর্যন্ত ৪৬৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৭২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭২৪ জন।
ইরানে মারা গেছে ২৩৭ জন। দক্ষিণ কোরিয়াতেও মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইতালির পর সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৭। আর মোট আক্রান্তের সংখ্যা ৭০৮। এর মধ্যে ১৫ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। ♦