করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে গতকালও সোমবার প্রাণ হারিয়েছেন ৭২ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১২৫ জনে।
এদিকে যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটিতে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে শতাধিক।
সিএনএন আরও জানিয়েছে, এই ভাইরাস ঠেকাতে যাত্রীদের বিষয়ে এয়ারলাইনসগুলোর কাছে আরও তথ্য চেয়েছে মার্কিন সরকার।
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, মঙ্গলবার সকালে করোনাভাইরাসে দেশটিতে ২৯তম ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬০০ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮০০ জনে দাঁড়িয়েছে।
চীনের বাইরে মারা গেছে ১৭২ জন। এদের মধ্যে ইরানে ৬৬ জন, ইতালিতে ৫২ জন, দক্ষিণ কোরিয়ায় ২৯ জন, জাপানে ১২ জনের মৃত্যু হয়েছে।
চীনে নতুন করে ১২৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১৫১ জনে। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৫০৬ জনে।
প্রাণঘাতী করোনাভাইরাস এখন বিশ্বের ৭০টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সিএনএন। ♦