করোনাভাইরাসে ১ দিনে মৃত্যু আরও ১৪৩, মোট ১,৫২৩
কোভিড-১৯ নাম পাওয়া প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে চীনে আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ৬৪১ জন।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে বিবিসি জানায়, এ নিয়ে শনিবার নাগাদ মৃতের সংখ্যা ১ হাজার ৫২৩ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৪৯২ জন।
চীনের মূল ভূখণ্ডের বাইরে ২৪টি দেশে এখন পর্যন্ত পাঁচ শতাধিক ব্যক্তির আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। মারা গেছে তিনজন। হংকং, ফিলিপাইন এবং জাপানে এ তিনজনের মৃত্যু হয়।
এদিকে, মিশরে প্রথমবারের মতো একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি বিদেশি নাগরিক বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নতুন এই ভাইরাসটিতে আক্রান্ত রোগের নামকরণ করেছে কোভিড-১৯। করোনার কো, ভাইরাসের ভি, ডিজিজের ডি ও উৎপত্তিকাল ২০১৯-এর ১৯ মিলে হয়েছে নতুন এই রোগের নাম।