করোনাভাইরাস আতঙ্ক: পাকিস্তান-ইরান সীমান্তবর্তী সব জেলায় জরুরি অবস্থা জারি
পাকিস্তানের বেলুচিস্তান সরকার ইরানের সঙ্গে সীমান্তবর্তী সব জেলায় জরুরি অবস্থা জারি করেছে।
মহামারী করোনাভাইরাসে নাকাল হয়ে পড়েছে ইরান। শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন এ করোনাভাইরাসে ইরানে মারা গেছে ৬ জন।
ইতোমধ্যেই প্রতিবেশী কুয়েত ও সৌদি আরব ইরানের সঙ্গে যোগাযোগ বন্ধের পদক্ষেপ নিয়েছে।
শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল আলিয়ানির সঙ্গে করোনাভাইরাস নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করেন। দেশে যাতে ভাইরাস প্রবেশ করতে না পারে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন তিনি।
ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত শহর তাফতানে ইমারজেন্সি সেন্টার স্থাপন করা হয়েছে এবং চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।
ইরান থেকে সীমান্ত দিয়ে যারা পাকিস্তানে আসছেন তাদের শারিরীক পরীক্ষা করা হচ্ছে। ♦