করোনাভাইরাস: ক্যালিফোর্নিয়ায় ১ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একজনের মৃত্যু হওয়ায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় নতুন করে একজনের মৃত্যু হওয়ায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সাক্রামেন্টো শহরের কাছে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে তিনি একটি প্রমোদতরীতে ছিলেন।
যুক্তরাষ্ট্রের ১৬ অঙ্গরাজ্যে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে কমপক্ষে ১৫০ জন আক্রান্ত হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে ১০ জন ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা। তবে সম্প্রতি টেক্সাস এবং নেব্রাস্কাতেও এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হয়ে বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২৮৫ জনে। অপরদিকে ৫৩ হাজার ৬৮৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৪৮১।
করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট।
উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে ডেকে আনতে পারে মৃত্যু। ♦