করোনাভাইরাস: নিউইয়র্কে ১ দিনে মারা গেলেন ৪ বাংলাদেশি
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস ইতোমধ্যে ১৯৫টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা।
গতকাল মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনায় নিহত হয়েছেন ১৯ হাজার ৯০১ জন।
এছাড়া এখন পর্যন্ত ৪ লাখ ২৮ হাজার ২১৭ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে।
অপরদিকে, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯ হাজার ২৪১ জন।
এদিকে নিউইয়র্কে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার দুজন নারী ও দুজন পুরুষ মারা গেছেন।
এলমাস্ট হাসপাতালে মারা গেছেন একজন পুরুষ (৬০) এবং দুজন নারী, তাদের বয়স যথাক্রমে (৭০) ও (৪২)। প্লেইনভিউ হাসপাতালে আরও একজন পুরুষ (৫৭) মারা যান। নিউইয়র্কে এ নিয়ে ৭ বাংলাদেশি মারা গেলেন।
হাসপাতাল কর্তৃপক্ষের নিউম্যান রিসোর্স এ তথ্য নিশ্চিত করেছে। ♦