করোনার উৎপত্তি নিয়ে তদন্তের দাবি অস্ট্রেলিয়ার
করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
আর এই তদন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল কর্মীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্কট মরিসন এই আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে স্কট মরিসন বলেন, আপনারা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য হন তাহলে এটি আপনাদের দায়িত্ব এবং কর্তব্য এই তদন্তের সঙ্গে জড়িত থাকা। আমরা এই বিশ্বকে নিরাপদ দেখতে চাই।
এর আগে বুধবার করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে তদন্তের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতাদের কাছে সমর্থন চান অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট স্কট মরিসন।
যুক্তরাষ্ট্রের মত অস্ট্রেলিয়াও করোনা ভাইরাস ছড়ানোর বিষয়ে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
আর তাই দেশটি এ বিষয়ের ওপর তদন্ত চায়। ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৬০ জন। মারা গেছেন ৭৫ জন।◉
বিবিসি