করোনার ভেষজ ওষুধ প্রচার, মাদুরোর ফেসবুক বন্ধ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর অফিশিয়াল ফেসবুক পেজ ৩০ দিনের জন্য বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
রোববার (২৮ মার্চ) এক বিবৃতিতে ফেসবুক জানায়, কোনো প্রমাণ ছাড়াই ভেষজ চিকিৎসায় কোভিড সারানোর দাবি করায় ‘করোনা নিয়ে ভুল তথ্য ছড়ানোর কারণে’ তার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
জানুয়ারিতেও মাদুরো এক ফেসবুক পোস্টে দাবি করেন, থাইম পাতা দিয়ে তৈরি ভেষজ ওষুধ করোনা রোগ প্রতিরোধ করতে সক্ষম। এ ছাড়া বিভিন্ন সময় করোনা নিয়ে ভুল তথ্য শেয়ার করা হয় তার পেজ থেকে।
বিবিসিকে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ভুল তথ্য প্রচারের কারণে জনগণের ক্ষতি হতে পারে, এমন আশঙ্কায় প্রেসিডেন্ট মাদুরোর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক মাধ্যমটি।
এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও অপপ্রচারের কারণে ব্যবস্থা গ্রহণ করে ফেসবুক।❐