করোনায় আক্রান্ত হয়ে লতা মঙ্গেশকর আইসিইউতে
করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আইসিইউতে রয়েছেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী।
মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন লতা। করোনা সংক্রমণ ধরা পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে লতা মঙ্গেশকর আপাতত স্থিতিশীল রয়েছেন বলেই দাবি পরিবারের। বয়সের কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
কিংবদন্তী গায়িকার পরিবারের তরফে বলা হয়েছে তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করতে। তবে তার ব্যক্তিগত গোপনীয়তা যাতে রক্ষা করা হয়, সেই অনুরোধও রেখেছেন লতার পরিবার।
জানা গেছে, কোভিডের মৃদু উপসর্গ রয়েছে লতার। ৯৩ বছর বয়স হয়েছে লতা মঙ্গেশকরের। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর তার জন্ম। দাদাসাহেব ফালকে-সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার রয়েছে তার ঝুলিতে। একটা সময় ভারতে গানের দুনিয়াকে একাই শাসন করেছেন লতা। তার কোকিলকণ্ঠে আজও মুগ্ধ হন উপমহাদেশের অনেকেই। ২৫ হাজারেরও বেশি গান তিনি গেয়েছেন।