Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 22, 2024
হেডলাইন
Homeবাংলাদেশকলকাতার ৮ স্থানে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

কলকাতার ৮ স্থানে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

কলকাতার ৮ স্থানে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

কলকাতার গুরুত্বপূর্ণ আটটি পয়েন্ট থেকে দেখানো হচ্ছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের বিশেষ অনুরোধে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ও কলকাতা পৌরসভা এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন কলকাতার বাংলাদেশের উপদূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রঞ্জন সেন।

তিনি বলেন, বাংলাদেশের পাশাপাশি কলকাতার মানুষকেও এই ঐতিহাসিক মূহৃর্তের সাক্ষী করতে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের অনুরোধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের দায়িত্ব নিয়েছেন।

শুক্রবার থেকেই পার্ক, সার্কাস, ভিক্টোরিয়া মেমোরিয়ালসহ কয়েকটি বিলবোর্ডসহ নানা মাধ্যমে দেখানো হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের নানা চিত্র।

এদিকে সব প্রতিকূলতা উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করতে শনিবার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে মুন্সিগঞ্জের দোগাছি পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১-এ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন ও মোনাজাতে অংশ নেবেন। পরে টোল দিয়ে সেতুর ওপর দিয়ে জাজিরা প্রান্তে গমন, ফলক উন্মোচন ও মোনাজাত করবেন। পরে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment