কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ বাংলাদেশি
কাতারে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। যিনি মারা গেছেন তিনি একজন প্রবাসী বাংলাদেশি।
কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শনিবার ওই বাংলাদেশির মৃত্যুর কথা নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার (কিউিএনএ) বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তাতে বলা হচ্ছে করোনায় প্রাণ হারানো ওই প্রবাসী বাংলাদেশির বয়স ৫৭ বছর। তিনি আগে থেকেই অন্যান্য রোগে ভুগছিলেন।
জাগো নিউজের কাতার প্রতিনিধি জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো ওই বাংলাদেশির বাড়ি মৌলভীবাজার জেলায়।
তিনি কাতারে ব্যবসা করতেন। গত ১৬ মার্চ তাকে কাতারের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
কাতারে যেসব মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে তার বেশিরভাগ হলো অভিবাসী শ্রমিক।
কাতার সরকার দেশটির বৃহত্তম একটি শিল্প এলাকা লকডাউন (অবরুদ্ধ বা বন্ধ) করে রেখেছে; যেখানে অনেক মানুষের বসবাস ছাড়াও কারখানা রয়েছে।
কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, দেশে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ৫৯০ জন। ♦