কাতার করোনা সংক্রমণে পৃথিবীর সর্বোচ্চ, মাস্ক না পরলে তিন বছরের জেল
করোনাভাইরাসের বিস্তার রোধে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কাতার। মাস্ক না পরলে জেল ও জরিমানার বিধান করেছে দেশটির সরকার।
দেশটির আইনপ্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে রোববার বিবিসি জানিয়েছে, কেউ এই নিয়ম অমান্য করলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে। এছাড়া কাউকে একাধিকবার মুখ-না-ঢাকা অবস্থায় পাওয়া গেলে তার ৫৫ হাজার মার্কিন ডলার সমমূল্যের জরিমানা হতে পারে।
কাতারের জনসংখ্যা মাত্র ৩০ লাখ। আর দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের বেশি। বলা হচ্ছে, সংক্রমণের এই হার পৃথিবীর অন্যতম সর্বোচ্চ।
কাতারে করোনাভাইরাস সংক্রমণের ফলে স্কুল, মসজিদ ও শপিং মলগুলো বন্ধ রয়েছে।
চীনের উহান শহরের একটি প্রাণী বাজার থেকে করোনা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত বিশ্বের ১৮৮ টি দেশ ও অঞ্চলে করোনা ছড়িয়ে পড়ে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৪৪ হাজার ৬৪১ জন। আর এতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৭২৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ লাখ ২৬ হাজার ৬২৪।◉