কানাডার অর্থনীতি নিয়ে আশাবাদী অর্থনীতিবিদ-ব্যবসায়ীরা
নাগরিকদের মনে অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও অর্থনীতিবিদ ব্যবসায়ীরা মনে করছেন, কোভিড পরবর্তী সময়ে দ্রুতই কানাডার অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
তারা বলেন, কোভিড মাহামরী মানুষের জীবনকে স্থবির করে দিয়েছে, সেই স্থবিরতা কাটিয়ে জীবনের গতি ফিরিয়ে আনতে সবাই উদগ্রীব। এটিই অর্থনীতির চাকাকে গতিশীল করতে সহায়তা করবে।
কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভ’ এর এই সপ্তাহের আলোচনায় কানাডিয়ান বাংলাদেশি অর্থনীতিবিদ, উদ্যোক্তা-ব্যবসায়ীরা এ অভিমত প্রকাশ করেন।
টরন্টো সময় বুধবার রাতে সরাসরি সম্প্রচারিত এ আলোচনায় বক্তব্য রাখেন অটোয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতির অধ্যাপক অর্থনীতিবিদ ড. শিশির শাহনওয়াজ, ব্যবসায়ী- উদ্যোক্তা এহসানুল হক এবং আইনজীবী ব্যারিস্টার নুসরাত জাহান।
অর্থনীতিবিদ ড. শিশির শাহনওয়াজ কানাডার অর্থনীতির বর্তমান অবস্থা কোভিডের প্রতিক্রিয়ার বিস্তারিত বিবরণ তুলে ধরে বলেন, এটা ঠিক ফেডারেল সরকারের সামনে বিশাল আয়তনের ঘাটতির বোঝা দৃশ্যমান। কিন্তু কেবলমাত্র সংখ্যার আয়তন দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কানাডার অর্থনীতি অত্যন্ত শক্ত ভিত্তির ওপর দাঁড়ানো।
ব্যারিস্টার নুসরাত জাহান তার আলোচনায় বলেন, এটা সত্য যে, সরকার ব্যাপক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে; কিন্তু সিংহভাগ নিম্নআয়ের মানুষ কষ্টকর অবস্থায় আছে। তাদের আয় রোজগার কমে গেছে, যারা চাকরি হারিয়েছেন তাদের অনেকেই এখনও চাকরি ফিরে পাননি।
ব্যবসায়ী উদ্যোক্তা এহসানুল হক আলোচনায় বলেন, বিশ্বের অনেক দেশ এমনকি প্রতিবেশী আমেরিকার চেয়েও কানাডার অর্থনীতি এখন সুবিধাজনক অবস্থায় আছে।
তিনি বলেন, কোভিডে ব্যবসা হারানো, রোজগার হারানো মানুষগুলো কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য উদগ্রীব হয়ে বসে আছেন। পরিস্থিতি অনুকূল হওয়ামাত্রই তারা কাজে ঝাঁপিয়ে পড়বেন। ফলে অর্থনীতি দ্রুতই আগের জায়গায় ফিরে যাবে।❐