কারগিলে অগ্নিকাণ্ডে পুরো মসজিদ ভস্মীভূত
ভারতের সীমান্তবর্তী এলাকা কারগিলের প্রাচীন একটি মসজিদ ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও এগিয়ে আসে। তারা আগুন নেভাতে সক্ষম হলেও মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর ইন্ডিয়াটুডে, হিন্দুস্তানটাইমস।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কারগিলের দ্রাস এলাকায় অবস্থিত কাদিম হানাফিয়া জামে মসজিদটিতে বুধবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা গোটা মসজিদ চত্বরকে গ্রাস করে নেয়। মসজিদে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস বাহিনী। তাদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় বাসিন্দারাও। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।
কার্গিলের সিইসি ফিরোজ আহমেদ খান বলেন, ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি আগুন নেভাতে পাঠানো হয়েছিল। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে মসজিদের একেবারে উপরের দু’টি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ওই মসজিদের একজন তত্ত্বাবধায়ক বলেন, দ্রাসের প্রাচীনতম মসজিদগুলোর অন্যতম এই মসজিদ আগুন লেগে ধ্বংস হয়ে গেছে। সীমান্তবর্তী দ্রাস একটি সংবেদনশীল অঞ্চল হিসেবে পরিচিত হলেও এখানে কোনো একক ফায়ার সার্ভিস নেই। ফলে এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে। অতীতেও এ ধরনের অনেক ঘটনা ঘটেছে। কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন এ ঘটনা থেকে কোনো শিক্ষা নেয়নি।
মসজিদের একজন কর্মকর্তা বলেন, মসজিদের অজুখানা থেকে আগুনের সূত্রপাত হয় এবং খুব কম সময়ের মধ্যেই পুরো কাদিম হানাফিয়া জামে মসজিদে আগুন ছড়িয়ে পড়ে।