কার্ল মার্কসের ১৩৮তম মৃত্যুবার্ষিকী আজ
মানব ইতিহাসের সব থেকে প্রভাবশালী ব্যক্তিদের একজন জার্মান দার্শনিক কার্ল মার্কসের ১৩৮তম মৃত্যুবার্ষিকী রবিবার। তার দর্শন, ইতিহাস, অর্থনীতি ও রাজনীতির চিন্তা বিশ্বে বৈপ্লবিক পরিবর্তনের সূচণা করে।
তার সমাজ, অর্থনীতি ও রাজনীতি সম্পর্কিত ধারণাগুলো একসঙ্গে মার্কসবাদ নামে পরিচিত। নিজের ব্যাক্তি জীবনে মার্কস একটা বড় সময় ধরে দারিদ্রতার মধ্যে কাটিয়েছেন। ছিলেন নির্বাসনেও। যেতে হয়েছিল জেলেও।
তার জন্ম ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রিয়ার শহরে এক ইহুদি পরিবারে।
১৮৪৩ সালে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে যান। সেখানেই তার জীবনে বড় পরিবর্তন আসে। সেখানে মার্কসের সঙ্গে পরিচয় হয় ফ্রিডরিখ এঙ্গেলসের। পরবর্তিতে মার্কস-এঙ্গেলস বন্ধুত্ব হয়ে উঠেছিল ইতিহাসের সবথেকে বুদ্ধিবৃত্তিক বন্ধুত্বের একটি।
তারা দুজন মিলে রাজনৈতিক লেখা প্রকাশ করতে শুরু করেন। মার্কসের সব থেকে বিখ্যাত কাজ হচ্ছে সমাজতন্ত্রের ধারণা প্রদান করা বই ‘দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো’। এঙ্গেলসও ছিলেন এই বইয়ের কো-রাইটার। এই বইতে মানবজাতির সমগ্র ইতিহাসের রাজনৈতিক রূপ ব্যাখ্যা করা হয়েছে।
পরবর্তীতে মার্কসের আরেক বিখ্যাত বই দাস ক্যাপিটাল প্রকাশেও সাহায্য করেন এঙ্গেলস। দাস ক্যাপিটালের মধ্যে মার্কস পুঁজিবাদী সমাজের আরো গভীর বিশ্লেষণ করেছেন।
মার্কসকে যদিও তার রাজনৈতিক লেখার জন্যেই স্মরণ করা হয় তবে তিনি সাহিত্যের অন্যান্য ধারাগুলোতেও অবদান রেখেছেন। তিনি রচনা করেছেন অনেক কবিতা, নাটক। তবে তার অনেকগুলোই মার্কসের মৃত্যুর পরে প্রকাশ করা হয়। ১৮৮৩ সালের ১৪ই মার্চ লন্ডনে মহান এই দার্শনিকের মৃত্যু হয়।❐