কাশ্মীরে সেনাবাহিনীর ট্রাকে গ্রেনেড হামলা, ৫ সেনা নিহত
ভারতের জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরের পুঞ্চে একটি সামরিক গাড়িতে সন্ত্রাসী হামলায় পাঁচ সেনা নিহত এবং অন্য এক সেনা গুরুতর আহত হয়েছেন। এক ভিডিওতে দেখা গেছে, দাউ দাউ করে জ্বলছে আর্মির ট্রাক। ঘটনার খবর পেয়েই ১৩ সেক্টর রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডার ও পুলিশ ঘটনাস্থলে যান। স্থানীয়রাই প্রথমে পুলিশে খবর দেন।
কাশ্মীরের ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তায় যাচ্ছিল আর্মির ট্রাকটি। স্থানীয় সময় বিকেল ৩টায় সন্ত্রাসীরা ট্রাকটি লক্ষ্য করে গুলি চালায় এবং পরে সম্ভবত গ্রেনেড হামলার কারণে আগুন ধরে যায়। এ ঘটনার পর সন্ত্রাসীদের খোঁজে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চলছে।
সেনা সদর দপ্তরের এক বিবৃতি অনুসারে, ঘটনার সময় এলাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছিল এবং দৃশ্যমানতা কমে যাওয়ার সুযোগে তারা হামলা চালায়। সন্ত্রাসীদের ছোড়া গ্রেনেডের কারণে গাড়িটিতে আগুন লেগেছে বলেও জানানো হয়।
ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য নিয়োজিত রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের পাঁচজন কর্মী এই ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। হামলায় গুরুতর আহত আরেক সেনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, এই ঘটনায় তিনি ব্যথিত। ভারতীয় সেনাবাহিনীর সাহসী সৈন্যদের হারিয়েছেন তিনি। এই দুঃখজনক সময়ে তাদের পরিবারের পাশে আছেন।
সন্ত্রাসী হামলা এমন একদিনে ঘটল, যখন পাকিস্তান ঘোষণা করেছিল, দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি আগামী মাসে ভারত সফর করবেন। উল্লেখ্য, মে মাসে ভারতের শ্রীনগরে জি২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই যোগ দেওয়ার ঘোষণা দেন বিলাওয়াল ভুট্টো।
সূত্র : এনডিটিভি